শিরোনাম
অদ্য ১২ জুন ২০২৪ খ্রি. উপজেলা সমাজসেবা কার্যালয় মতলব দক্ষিণ, চাঁদপুর কর্তৃক ‘’ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ‘’ অনুষ্ঠিত হয় ।
বিস্তারিত
অদ্য ১২ জুন ২০২৪ খ্রি. উপজেলা সমাজসেবা কার্যালয় মতলব দক্ষিণ, চাঁদপুর কর্তৃক ‘’ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ‘’ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপজেলা নির্বাহি অফিসার জনাব ফাতিমা সুলতানা মহোদয় খেলাপি ‘ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা ’ পিডিআর এ্যক্ট নিয়ে আলোচনা করেন, অপর রিসোর্স পার্সন জনাব সফিকুল ইসলাম, উপপরিদর্শক, মতলব দক্ষিণ থানা সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা
করেন ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল মোস্তফা তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমা আক্তার আসমা ।
উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ রুহুল আমিনের পরিচালনায় প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন ফিল্ড সুপারভাইজার জনাব এরফানুল হক । প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে ।