শিরোনাম
অদ্য ১০/০৬/২০২৪ খ্রি. উপজেলা সমাজসেবা কার্যালয় মতলব দক্ষিণ, চাঁদপুরের আয়োজনে ‘‘সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন ‘’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
বিস্তারিত
অদ্য ১০/০৬/২০২৪ খ্রি. উপজেলা সমাজসেবা কার্যালয় মতলব দক্ষিণ, চাঁদপুরের আয়োজনে ‘‘সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন ‘’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল মোস্তফা তালুকদার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ মতলব দক্ষিণ, চাঁদপুর; মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিয়া ফিরোজ আহমেদ, সহকারি পরিচালক,
জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব ফাতিমা সুলতানার সভাপতিত্বে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, মতলব পৌরসভার প্যানেল মেয়র-০২, পৌর প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি , মতলব প্রেসক্লাবের সভাপতি জনাব রোকনুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন ।